Do you love thriller and horror stories? So this is your right platform, where you'll find all the stories you want. । । আপনি কি থ্রিলার ও হরর গল্প ভালোবাসেন? তাহলে এটাই আপনার উপযুক্ত প্লাটফরম, যেখান আপনার পছন্দসই সব গল্প পাবেন।
Friday, December 13, 2019
অদ্ভুত নিয়তি
লেখকঃ হিমেল মাহমুদ
১
-আসতে পারি?
মোটা ফ্রমের চশমাটা চোখের দিকে আরেকটু এগিয়ে আসিফ দরজার কাছেই দাঁড়িয়ে আছে। নিপা তার রুমে বসে হুমায়ন আহমেদের একটা উপন্যাস পড়ছিল। বই থেকে চোখ উঠিয়ে আসিফকে দেখে বিছানা থেকে নেমে এল। আসিফের সামনে এসে বলল
-স্যার। ভেতরে আসুন।
.
আসিফ দরজা পার হয়ে নিপার রুমে ঢুকল। নিপা চেয়ার এগিয়ে দিল। আসিফ চেয়ারে বসতেই, নিপা আরেকটি চেয়ার টেনে বসল। আসিফকে দেখে মাঝে মাঝে নিপা অবাক হয়। একজন মানুষ এএতটা নম্র, ভদ্র কিভার হতে পারে! যেমন তার ব্যাবহার, তেমন তার কথাবার্তা।
.
-তো, আজকে কোন অধ্যায় পড়াব?
আসিফের কথা শুনে নিপার একটু মন খারাপ হয়ে গেল। এই মানুষটা এমন কেন! পড়ানো ছাড়া আর কিছু বুঝেনা! প্রতিদিন এসে শুধু পড়ানোর কথা বলে। কেমন আছে সেটাও জানতে চায় না। নিপা দেখতে কি এতটাই খারাপ নাকি! অনেক ছেলেই তো নিপার জন্য দিওয়ানা। তাহলে আসিফ কেন এভাবে কথা বলে!
.
-স্যার। আজকে আমি পড়ব না।
নিপার কথা শুনে আসিফ মুচকি হেসে বলল
-তাহলে কি করবে!
নিপা এবারে আসিফের দিকে তাকাল। আসিফ নিপার দিকে ভালভাবে দেখেছে নাকি জানেনা। দেখলে হয়ত কিছু বলত। নিপা এত সুন্দর করে সেজেছে। কিন্তু আসিফ সেটা দেখছেইনা!
.
-স্যার। আমাকে একটু দেখুন। আমি কত সুন্দর করে সেজেছি।
নিপা কথাগুলো বলতে গিয়ে থেমে গেল। নিজে থেকে না দেখলে, ডেকে কাউকে নিজের রুপ দেখানো যায়! নিপা মুখ ফুটে বলতে গিয়ে আবার'ও থেমে বলল
-আজ আমরা গল্প করব।
আসিফ এবারেও সেই মুচকি হেসে বলল
-গল্প!
-হ্যা। আপনি গল্প বলবেন। আমি শুনব।
.
নিপার কথা শুনে আসিফ চুপ করে আছে। আসিফের কি হল নিপা বুঝতে পারছে না। এই মানুষটাকে বোঝা বড় দ্বায়। তবুও বোঝার চেষ্টা করছে।
.
-আমিত গল্প পারিনা।
আসিফের মুখে এমন কথা শুনে নিপা চুপ করেই আছে। মুখ খুলে বলল
-তাহলে আপনার কথা বলুন।
-আমার কি কথা বলব?
-এই আপনার জীবন, স্বপ্ন। এইসব।
-তেমন কোন কথা নেই।
আসিফের কথা শুনে নিপা হতাশ হয়ে গেল। একটা মানুষ কি এত মেপে কথা বলে! একটা কথাও কি বেশি বলা যায়না?
.
-আচ্ছা, আপনি কারো প্রেমে পরেছেন?
নিপা কথাটি বলে নিজেই লজ্জা পেল। এভাবে কথাটি না বললেও হত। তবুও আসিফের প্রতিক্রিয়া বোঝার জন্য তার মুখের দিকে তাকাল। আসিফ বলল
-হ্যা পরেছি।
নিপা আসিফের কাছে এমন জবাব আশা করেনি। কথাটা শুনে একটু আহত হল।
.
-কার প্রেমে পরেছেন?
আসিফের দিকে তাকিয়ে জিজ্ঞাসু ভাব নিয়েই প্রশ্নটা করল। আসিফ চুপ থেকে জবাব দিল
-কবিতার।
নিপা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল
-কবিতা আপু কেমন দেখতে?
-অনেক সুন্দর।
-আচ্ছা উনি থাকেন কোথায়?
-কবির কল্পনায়, কবির লেখার মাঝে।
আসিফের কথা শুনে নিপা নিজের বোকামির জন্য একটা হাসি দিল। সে লেখা কবিতার কথা বলেছে। আর নিপা ভেবেছিল মেয়েটির নাম কবিতা!
.
আসিফ এখনো চুপ করেই আছে। নিপা একটু খুশি মনেই বলল
-স্যার। আজকে আমি আর পড়ব না।
-সেটা তো আগেই বলেছ।
-হুম।
-তবে আমি এখন আসি।
.
আসিফ বেড়িয়ে যেতেই নিপা একটু খুশি হল। এতদিন পরে জানতে পারল ভালবাসা শুধু কবিতার জন্য। কোন মেয়েকে সেভাবে ভালবাসে না।
.
এতদিন ধরেও আসিফের মুখ থেকে খুব বেশি কথা বের করা যায়নি। আসিফ নিপার শিক্ষক। সে এবারে অনার্স এ পড়ছে। আসিফের থাকার তেমন ভাল জয়গা নাহলে নিপাদের বাড়িতে থাকে। নিপাকে নিয়মিত পড়ায় সে। লজিং মাস্টার বলা যেতে পারে।
.
.
রাতে খেতে বসতেই নিপার বাবা বলল
-একি। আসিফকে দেখছিনা যে!
নিপার মা বলল
-একবার ডেকেছিলাম। কিন্তু আসেনি।
-নিপা, যা তোর স্যারকে ডেকে নিয়ে আয়।
.
নিপা আসিফের রুমের সামনে দাঁড়িয়ে বলল
-আসব?
আসিফ বিছানায় শুয়ে বলল
-এসো।
.
নিপা রুমে ঢুকে দেখল, আসিফ শুয়ে আছে। কাথা গায়ে দিয়ে এইসময় শুয়ে থাকতে দেখে অবাক হল। নিপা বলল
-আপনাকে খাওয়ার জন্য ডাকছে।
-খেতে ইচ্ছা করছে না। শরীর ভাল লাগছে না।
-জ্বর আসেনি তো?
-হতে পারে।
আসিফের কথা শুনে নিপা চিন্তিত হয়ে গেল। তবুও চুপ করে রুম থেকে বেড়িয়ে এল। নিপার ইচ্ছা করছিল, আসিফের মাথায় হাত বুলিয়ে দিতে। কিন্তু কোন এক বাধায় সেটা হল না।
.
নিপার হাতে খাবারের পাত্র দিল তার মা। আসিফের রুমে দিয়ে আসতে বলল। আসিফের অসুস্থতা শুনে নিপার বাবাও কিছুটা চিন্তিত হয়ে বলল
-ডাক্তার ডাক দিলেই তো হত।
.
নিপা রুমের খাবার রেখে আসিফের পাশে গিয়ে দাঁড়াল। আসিফ নিপাকে দেখে বলল
-রেখে যাও। আমি পরে খেয়ে নিব।
-আচ্ছা।
.
নিপা আসিফের রুম থেকে বেড়িয়ে এসে খাবার টেবিলে বসল। নিপার বাবা বলল
-কেমন অবস্থা তোর স্যারের। বেশি অসুস্থ নাকি।
-তেমন না।
-তোর স্যারের খেয়াল রাখিস। কোন সমস্যা হলে ডাক্তার ডাক দিস।
-আচ্ছা।
.
নিপার বাবা খাওয়া শেষ করে উঠে গেল। আসিফ এ বাড়িতে লজিং থাকলেও নিপাদের পরিবারের'ই একজন হয়ে গিয়েছে। আসিফের ব্যাবহার, কথা, ভদ্রতা দেখে মুগ্ধ হতে বাধ্য।
.
নিপা অল্প কিছু খেয়ে শুতে চলে গেল। শুয়ে নিপার চোখে ঘুম নেই। বারবার মনেহচ্ছে, আসিফ এখন কেমন আছে। আসিফের অসুস্থতা তাকে ভাবিয়ে তুলছে।
২
নিপা কলেজ থেকে ফিরে মাকে ডাকতে শুরু করল। নিপার বাবা-মা তো বেড়াতে গিয়েছে। তাহলে ডাকলে শুনবে কিভাবে! নিপা ব্যাপারটা মনে করেই চুপ কর ব্যাগটা বিছানার উপর রেখে দিল।
.
নিপার খুব পানি তৃষ্ণা পেয়েছে। এই গরমের মধ্যে পানি পিপাসা পাবেই না কেন! শরীরের ঘামের সাথে পানি ফুরিয়ে যায়। ছোটবেলায় দাদির মুখে তাল পাকানো গরমের কথা শুনেছিলাম। এই গরমকে মনেহয় সেই গরম বলা যায়।
.
নিপা ঢক ঢক করে দুই গ্লাস পানি খেয়ে চেয়ারে চুপ করে বসল। মনেহয় কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ফ্যানের নিচে বসে শরীরের ঘাম ঝড়া কমেছে। পানি খেয়ে আরাম লাগছে বটে।
.
নিপা খাওয়ার জন্য খাবার রুমে আসল। ক্ষুধা লেগে পেটটা ডাকাডাকি শুরু করেছে। বেশি খেলে আর বেশি ক্ষুধা পেলে পেট ডাকাডাকি শুরু করে দেয়। খাবার এনে টেবিলে রাখতেই আসিফের কথা মনে পরে গেল। নিপার মা যাওয়ার সময় আসিফের দুপুরের খাবার দিতে বলে গিয়েছে। নিপার মা বাড়িতে থাকলে সেই করত। কিন্তু নিপার মা বাড়ি না থাকায় নিপাকেই খাবার দিতে হবে।
.
নিপা আসিফকে ডাকার ডাকার জন্য তার ঘরে গেল। আসিফকে কয়েকবার ডাকার পরেও কোন সাড়াশব্দ নেই। নিপা চৌকাঠ পেড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পরল। রুমের ভেতরে আসিফ নেই। তার মানে এখন'ও বাসায় ফিরেনি! বাইরে আছে মনেহয়!
.
নিপা বেড়িয়ে আসতে গিয়ে আবার থেমে গেল। টেবিলের উপরে রাখা ডাইরিতে চোখ পরে আগ্রহ জাগল। যে আগ্রহ তাকে পিছন থেকে টেনে ধরল মনেহয়।
.
নিপা টেবিলের উপরে রাখা ডাইরি হাতে নিল। কারো ব্যাক্তিগত ডাইরি, তার অনুমতি ছাড়া নাকি ধরতে নেই! নিপার মাঝে সেসব চিন্তা একবার'ও আসল না।
.
নিপা ডাইরি খুলতেই একটা কবিতা পড়তে থাকল। কবিতার লাইনগুলো মনের মাঝে মিশে যাওয়ার মত। একটা কবিতার কিছু লাইন
"তোমারে দেখিলাম শয়নে ভাবিয়া
তোমারে দেখিলাম সামনে রাখিয়া
নিরবে দেখি তোমারে চাহিয়া
তুমি রও মোরে ভাবে মিশিয়া"
.
একের পর এক পাতা উল্টাচ্ছে আর কবিতার মাঝে ডুবে যাচ্ছিল। কবিতার ভাব নিপাকে ভাবিয়ে তুলছে। নিপার ক্ষুধা লাগার ব্যাপার মনে নেই। নিপা খাওয়ার কথা কথা ভুলে গিয়েছে।
.
-নিপা কখন এলে!
আসিফের কথা শুনেই চমকে গেল। ডাইরিটা টেবিলে রাখতেই আসিফ বলল
-কবিতা পড়ছিলে!!
-হুম। ভালই লাগল। আপনি লিখেছেন?
-হ্যা।
-আপনাকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে আসছিলাম।
-আচ্ছা। তুমি খাবার রেডি কর। আমি আসছি।
.
নিপা খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছে। নিপার লজ্জা লাগছে। কারো ডাইরি লুকিয়ে পড়তে গিয়ে ধরা খেলে এইরকম হওয়ার কথা।
.
-কি ব্যাপার! এভাবে মাথা নিচু করে বসে আছ কেন!
আসিফের কথা শুনে নিপার অবাক লাগছে। আসিফের কথার সুর যেন আজ অন্যরকম মনেহয়। আসিফ এভাবে কথা বলছে! নিপা আস্তে করে বলল
-তেমন কিছু না। এমনিই।
.
চুপচাপ করেই দুজন খাওয়া শেষ করল। নিপা রুমে এসে ভাবছে এখন পড়তে যাবে। তার আসিফের সামনে যেতে ইচ্ছা করছে। বই আর খাতা নিয়ে নিপা রুম থেকে বেড়িয়ে পরল।
.
-স্যার। আসব?
আসিফ টেবিলে বসে কিছু একটা লিখছিল। নিপাকে দেখে বলল
-আস।
নিপা আসিফের সামনের চেয়ারে বসল। বসে বলল
-স্যার। এখন পড়াবেন?
-হ্যা। সমস্যা নাই।
.
-স্যার চা খাবেন?
নিপা কথাটা যেন মুখ ফসকে বেড়িয়ে গিয়েছে। তবুও মনেহয় আজ নিপার সাহস বেড়ে গিয়েছে। নিপার কথা শুনে আসিফ মুচকি হাসি দিল। আসিফের হাসি দেখে নিপা বোকা হয়ে গেল।
.
-দুই কাপ চা বানিয়ে আনতে পার। তবে দুপুরে চা খাওয়ার ব্যাপারটা কেমন যেন!
নিপা মুচকি হেসে বলল
-তবুও নিয়ে আসি। চা খাবেন তো!
-আনলে খেতেই পারি।
.
নিপা চা বানাতে বানাতে অনেক কিছু ভাবছে। আজ আসিফের মাঝে পরিবর্তন দেখা দিয়েছে। কবিতা পড়া দেখে কি সে কিছু ভেবেছে! নাকি নিপাকে আসিফও... ভাবতেই নিপার কেমন যেন লাগছে।
.
-এই নিন চা।
আসিফ চায়ের কাপ হাতে নিয়ে নিপাকে বসতে বলল। নিপা পাশে বসতেই আসিফ চায়ে চুমুক দিল। নিপা চা খেতে খেতে একটু আনমনা হয়ে গিয়েছে।
.
-নিপা, আমি কিন্তু ভাল চা বানাতে পারি।
-তাই নাকি! আমাকে এক কাপ খাওয়াবেন?
-আচ্ছা বানিয়ে খাওয়াতে পারি। তুমি বস।
আসিফ চেয়ার ছেড়ে রান্না ঘরের দিকে হাটা দিল।
.
আসিফ চলে যেতেই নিপা ভাবছে, আজ সে কিছু বলে দিবে নাকি! কিন্তু মেয়ে হয়ে কিভাবে ছেলেটিকে বলবে! এটাত ছেলেটির কাজ। আসিফকে দেখে মনেহয় আজ কিছু বলে দিতে পারে।
.
-এই নাও। খেয়ে দেখ। খেয়ে বলবে কেমন লাগছে।
নিপা আসিফের হাত থেকে চায়ের কাপ নিয়ে চুমুক দিল। গরম চা ফু দিয়ে না খেলে জিহ্বা পুড়ে যায়। কিন্তু নিপা তেমন কিছু বুঝছে না। চা যে অনেক সুন্দর হয়েছে সেটা বলতেই হবে।
.
-চুপ করে আছ যে! কিছু বল।
আসিফের কথা শুনে নিপা ভাবনার জগত থেকে বাস্তবে ফিরে এল। এতক্ষণে চা ফুরিয়ে গিয়েছে। আসিফ নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিপা শুধু বলল
-চা অনেক ভাল হয়েছে।
.
নিপার মাথাটা কেমন যেন ধরে আসছে। ঘোরের মধ্যে আছে বলেই কি এমন লাগছে! নিপা ভাবতে ভাবতে আসিফের কাজ দেখে চমকে গেল। চমকে যাওয়ার সাথে সাথে খুশিও হয়েছে। এভাবে যে আসিফ এমন কাজ করবে, সেটা নিপা কোনদিন ভাবেনি।
.
আসিফ নিপাকে জড়িয়ে ধরেছে। মাথা ঘুরলেও আসিফের বুকে এসে নিপা একটু বেশি খুশি। এভাবে আজ আসিফের ভালবাসার কথা জানতে পেরে খুশি।
.
-চন্দ্রবতি, কেমন আছ?
আসিফের মুখে এই ডাক শুনে চমকে উঠল। এই ডাকে আসিফ ডাকছে কেন! এই ডাকেতো রাহাত নিপাকে ডাকত। তাহলে আসিফ কিভাবে! নিপার মাথা ঘুরলেও কথাগুলো ভাবছে।
.
-ডাক শুনে চমকে গেলে! রাহাতকে জেলে দেখে আমিও চমকে গিয়েছিলাম। ছয় বছর জেল হওয়ার পরে আমিও চমকে গিয়েছিলাম।
নিপা চুপ করে আছে। আসিফ নিপাকে বিছানায় ফেলে দিয়েছে। আসিফের চোখে যেন রক্ত চড়ে গিয়েছে। শান্ত মানুষটার এমন রুপ দেখে নিপাও ভরকে গিয়েছে।
.
-রাহাত তো তোমাকে ভালবাসত। তুমিও তাকে ভালবাসতে। পরিবারের কাছে ভাল সাজতে রাহাতকে ইফটিজিং কেসে ফাঁসালে! প্রেমে তো দুজন সমান ভাবে ভুমিকা রেখেছিলে। তবে শাস্তি একজন পেল কেন!
নিপা চুপ করেই আছে। নিপার কাছে কোন উত্তর জানা নেই। কি বলবে সে!
.
আসিফ নিপাকে আবার'ও বুকে জড়িয়ে নিতেই নিপা সস্তি ফিরে পেল। আসিফ নিপাকে বিছানার সাথে ঠেসে ধরল। কিছু বুঝার আগেই আসিফের কাজ দেখে নিপা ভরকে যাচ্ছে। আসিফ হঠাৎ এমন!
.
নিপা আসিফের নিচে শুয়ে ছটফট করছে। আসিফ নিপাকে রেপ করতে শুরু করেছে। নিপা অনেক চেষ্টা করেও ছুটতে পারছেনা। আসিফের শরীরের শক্তি অনেক বেশি মনেহচ্ছে।
.
আসিফ তার নিজের কাজ শেষ করতেই নিপাকে ছেড়ে দিল। নিপার বিছানা ছেড়ে উঠার মত শক্তি নেই। দেহটা নিথর হয়ে আছে। আসিফ নিপাকে ছেড়ে চুপ করে বসে নেই। চেয়ার ধরে আছড়াতে শুরু করেছে। চেয়ারের পা খোলার চেষ্টা করছে।
.
আসিফ চেয়ারের পা খুলে নিপার দিকে এগিয়ে আসছে। নিপা চিৎকার করতে পারছেনা। তবুও বাচার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসিফ চেয়ারের পা দিয়ে নিপার মাথায় সজোরে আঘাত করল। নিপার মাথা থেকে রক্ত ঝরছে। আসিফ আবার'ও আঘাত শুরু করল।
.
-আমাকে ছেড়ে দিন। আমাকে বাঁচতে দিন প্লিজ।
নিপার আকুতিভরা কথা শুনে আসিফ হো হো করে হেসে উঠল। আসিফ হাতের থাকা জিনিসটা দিয়ে আরো সজোরে কয়েকটা আঘাত করল। নিপা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে আসিফ আঘাত করেই যাচ্ছে।
.
নিপার মাথা থেঁতলে গিয়েছে। এতক্ষণে নিশ্চিত, নিপা বেঁচে নেই। আসিফ কপালের ঘাম মুছে শার্ট গায়ে দিল। নতুন প্যান্ট পরে নিপার দিকে তাকিয়ে আবার হাসি দিল। আসিফের কাজ শেষ। এবারে এখান থেকে চলে যাওয়ার পালা।
.
আসিফ নিপাদের বাড়ির সামনে এসে একটা সিগারেট ধরাল। আজ বেশি ধোয়া বের হচ্ছে। একজন সাইকো খুশি হয়ে সিগারেটের ধোঁয়াও বেশি মনেহচ্ছে। অনেকদিন পরে আজ সিগারেটে টান দিচ্ছে আসিফ।
সমাপ্ত
লেডি কিলার
লেখকঃহিমেল মাহমুদ
.
স্যার, আমি খুনি। ”এই কথা বলতে বলতে সে কাঁপছিল।আমি যে থানার ইনচার্জ ছিলাম সেই থানায় সে আমার টেবিলে বসে ছিল।
সে আবার বলতে শুরু করল, হ্যা আমি খুন করেছি এবং নিজেকে আত্মসমর্পণ করার জন্য এসেছি।
আমি তার দিকে এবার ভালো করে লক্ষ করলাম। প্রায় ১৯ বা ২০ বছর বয়সী একটি সুন্দরী মেয়ে। তার লম্বা চুল ছিল যা সত্যিই তাকে আরো সুন্দরী করে তুলেছিল, সে গোলাপী শার্ট এবং গারো নীল জিন্স পরা ছিল আর তার চোখে ছিলো সানগ্লাস। তাকে দেখে স্পষ্টতই বুঝা জাচ্ছে যে সে একজন শিক্ষিত এবং ধনী পরিবারের মেয়ে।
আমি দীর্ঘ সময় নিয়ে তাকে খুটিয়ে খুটিয়ে দেখলাম, অতঃপর তাকে জিজ্ঞাসা করলাম “আপনি কি হত্যা করেছেন?” আমি অনেক্ক্ষণ তাকে দেখছিলাম কারণ তার প্রথম কথাটিই ছিলো স্যার আমি খুনি যা আসলেই প্রত্যাশিত ছিল না।এছাড়াও আমি সৌন্দর্যে হারিয়ে গিয়েছি।
সে উত্তর দিলো "আমি ৩ জন মানুষকে হত্যা করেছি।"
শুনে আমি সত্যি অবাক হয়েছি।এতো সুন্দর একটি মেয়ে ৩জন মানুষকে হত্যা করতে পারে? এবং এটি আবার পুলিশের সামনেও নিজে থেকে এসে বলছে।
পুরো বিষয়টি আমার কাছে কিছুটা অস্বাভাবিক লাগছিলো। আমি এবার একটু সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি সত্যিই খুন করেছেন? আর কাদের খুন করেছেন?
“আমি আমার মালি, আমার ড্রাইভার এবং মাকে মেরে ফেলেছি। এটা বলে সে কিছুটা থমকে যায় এবং কাঁদতে লাগল। “আমি আমার মাকে মেরেছি ” এটা বলে সে জোরে জোরে কাঁদতে লাগল।
আমি তার দিকে পানির গ্লাস এগিয়ে দিতেই সে গ্লাস থেকে এক চুমুকে গ্লাস খালি করে ফেলে।
সে ব্যাগ থেকে একটা টিসু বের করে চুখ মুছে, কান্না ভরা গলায় আবার বলতে শুরু করে। " আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে গ্রেপ্তার করুন অন্যথায় হয়তো আবারও আমি অন্য কাউকেও হত্যা করে ফেলব।
আমি শান্ত গলায় তাকে জিজ্ঞেস করলাম “কেন আপনি তাদের হত্যা করলেন এবং কেনইবা অন্যকে হত্যা করবেন? আর আপনার নাম কি?"
“জান্নাত।” সে তখনও কাঁদছিল।
" আচ্ছা জান্নাত আপনি ওদের কেন মেরেছন ?"
"আমি জানি না। সবকিছুই অস্বাভাবিক ছিলো, আমি কাউকে মারতে চাইনি।খুন গুলি করার সময় মনে হচ্ছিলো কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে। "
“জান্নাত , শুনুন আমি আপনাকে গ্রেফতার করতে পারব না।কারণ আমি কোনও অভিযোগ ছাড়াই এবং আপনি যে মৃত লোকদের কথা বলছেন তার মৃতদেহ না দেখে আপনাকে গ্রেপ্তার করতে পারব না।
সে আমার উপরে এবার খুব উত্তেজিত হয়ে উঠলো ।
নিরুপায় হয়ে আমি বললাম, আচ্ছা "জান্নাত , লাশগুলি কোথায়?"
"আমি তাদের আমার বাগানে পুতে রেখেছি।" সে মিথ্যা বলছে বলে মনে হচ্ছে না তবে তিনি যা বলছিলেন তা আমার বিশ্বাসও হচ্ছে না।
আমি ঠিক করেছি তার বাসায় যাব। আমি আমার সাথে দুজন কনস্টেবলকে নিয়ে তার সাথে বের হলাম। আমরা যখন তার বাড়ীতে পৌঁছলাম তখন সে আমাদের তার বাগানে নিয়ে গেলেন এবং মালী এবং ড্রাইভারের লাশ সে যে জায়গায় পুতে রেখেছে সে জায়গাগুলি আমাদের দেখালো।
আমি কনস্টেবলদের মৃতদেহগুলি বের করার নির্দেশ দিয়ে আমি জান্নাতকে জিজ্ঞেস করলাম, “আপনার মায়ের দেহ কোথায়?”
"বাড়ির ভিতরে।"
আমি জান্নাতের পিছু পিছু যেতে শুরু করি। সে আমাকে বাড়ির ভিতরে একটি অন্ধকার ঘরের সামনে নিয়ে এলো।
"ভিতরে। আমার মা শুয়ে আছেন। ”সে আবার কাঁদতে শুরু করলো।
আমি আস্তে আস্তে ঘরের ভিতরে যেতে শুরু করলাম। ঘরটি এত অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিলো না। আমার সাথে আমার একটি মিনি টর্চ ছিল। আমি টর্চ হাতে নিয়ে পুরো ঘরটিতে লাসের খোজ করছিলাম কিন্তু ঘরটি খালি ছিল। তারপরে আমি দেখলাম একটি বন্ধ দরজা দেখা যাচ্ছে।
আমি দরজা খুলে ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম।ঘরের ভিতরে একটি নয়, তিনটি মৃতদেহ পড়ে আছে। দু'জন পুরুষ এবং একজন বৃদ্ধা। পুরুষ লাস দুটি জান্নাতের মালি এবং ড্রাইভারের হতে পারে, আর বৃদ্ধা নিশ্চয়ই তার মা হতে পারে। আমি ভাবছিলাম যে জান্নাত আমাকে কেন বলল যে বাগানে মালি আর ড্রাইভারের লাশ আছে। আর তাদের লাস বাগানে থাকলে এই দুটি কার লাস।
“আহহহহ ………” কেউ আমাকে পেছন থেকে ছুরিকাঘাত করেছে। আমি পিছনে তাকাতেই দেখি জান্নাত ডান হাতে আমার রক্তে ভরা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে আমি হতবাক হয়ে গেলাম।
“আপনি এটা কেন করলেন?” আমি কাঁপতে কাঁদতে তাকে জিজ্ঞাসা করলাম।
সে আমার কাছে এসে আমার পেটে ছুরিকাঘাত করল এবং বলল, "কারণ এটি খুন করতে আমার অনেক মজা লাগে,আমি তৃপ্তি পাই খুন করে” "
আমি মাটিতে পড়ে গেলাম এবং সে আমার পিস্তলটা নিয়ে বাইরে চলে গেল। আমি দুটো ফায়ার করার শব্দ শুনতে পেলাম । সে আমার কনস্টেবলদেরকেও মেরে ফেলেছে।
সে আবার ফিরে এলো এবং রুমের লাইট জালালো
আমি তাকে শেষ বারের মত দেখছি,সে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথা আচরাচ্ছে এবং গান গাইছে…………?
__শেষ__
Subscribe to:
Posts (Atom)
অদ্ভুত নিয়তি
লেখকঃ হিমেল মাহমুদ ১ -আসতে পারি? মোটা ফ্রমের চশমাটা চোখের দিকে আরেকটু এগিয়ে আসিফ দরজার কাছেই দাঁড়িয়ে আছে। নিপা তার রুমে বসে হুমায়ন ...
-
লেখকঃহিমেল মাহমুদ . স্যার, আমি খুনি। ”এই কথা বলতে বলতে সে কাঁপছিল।আমি যে থানার ইনচার্জ ছিলাম সেই থানায় সে আমার টেবিলে বসে ছিল। সে আব...
-
লেখকঃ হিমেল মাহমুদ ১ -আসতে পারি? মোটা ফ্রমের চশমাটা চোখের দিকে আরেকটু এগিয়ে আসিফ দরজার কাছেই দাঁড়িয়ে আছে। নিপা তার রুমে বসে হুমায়ন ...